বিশ্ব রেকর্ড! কোনো রান না দিয়েই ৪ উইকেট!

 

 

 

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এই সংবাদটির শিরোনাম হতে পারতো ‘মাত্র ৪৮ রানেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ!’ তা হলো না ড্যান ভ্যান নিকার্কের জন্য। ৩.২ ওভার, ৩ মেডেন, ০ রানে ৪ উইকেট। এই হলো নারী বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৪ বছরের দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনারের বোলিং ফিগার। পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ফিগার কখনো কেউ দেখেনি। এটা বিশ্ব রেকর্ড! লিস্টারে রোববার ৪৯ রানের টার্গেট তাড়া করে মাত্র ৬.২ ওভার ব্যাট করেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা দল।

ম্যাচের কথা তুলে রাখা যাক। টি-টুয়েন্টি চ্যাম্পিয়নদের বিপক্ষে নিকার্কের বোলিং কি কি রেকর্ডের জন্ম দিল তাই জানা যাক আগে। এটা যে পুরুষ-নারীর আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে বিশ্ব রেকর্ড তা তো বলা হয়েছে। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ০ রানে ৩ উইকেট আছে ২বার। মেয়েদের টি-টুয়েন্টিতে যা আছে একবার। পুরুষদের টি-টুয়েন্টিতে মাত্র ১বার তা। নারী বিশ্বকাপের ইতিহাসে যে কোনো অধিনায়কের সেরা ফিগারও এটি।

এই ম্যাচে ১৯০ ডেলিভারি হয়েছে। ২৫.২ ওভারে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বাকি ৬.২ ওভার। মেয়েদের ওয়ানডে ইতিহাসে এটি চতুর্থ স্বল্পায়ু ম্যাচ। ১৯৯৭ বিশ্বকাপে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটি সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের ছিল। যেটিতে খেলা হয়েছিল ১১৯ ডেলিভারি।

মেয়েদের ক্রিকেটে ৪৮ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বনিম্ন দলগত সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন। ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ৪১, ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এটি নারী বিশ্বকাপের ইতিহাসের পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

দক্ষিণ আফ্রিকা ৬.২ ওভারে রান তাড়া করে জিতে নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসের তৃতীয় দ্রুততম সফল রান তাড়ার ইতিহাস গড়েছে। ২৬২ বল হাতে রেখে জিতেছে তারা। বলের হিসেবে এটি তৃতীয় বড় জয়।

এই ম্যাচে অবশ্য নিকার্ক নন, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পেসার মারিজানে ক্যাপ। ১৪ রানে শীর্ষ ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধনিয়ে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ১১ ব্যাটসওমেনের মধ্যে ৫ জন শূন্য রানে আউট হয়েছেন। ৫ জন এক ঘরের অংকে রান করেছেন। সর্বোচ্চ ২৬ রান করেছেন শেডিয়ান ন্যাশন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!