দিনাজপুরে শিক্ষক দিবস পালন

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরে জেলা শিক্ষক সমিতি আয়োজনে বিশ্ব শিক্ষক পালিত হলো। আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুর জিলাস্কুল মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষক সমাবেশ ও বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হ্ইুপ ইকবালুর রহিম এমপি বলেন, আধুনিক বাংলাদেশের নির্মানা হলো নতুন প্রজন্ম। তাই তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের জ্ঞান, দক্ষতা ও শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র জ্ঞান ও দক্ষতা দিলেই হবে না, তাদেরকে নৈতিক মূলবোধ সম্পন্ন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্য অর্জনের আসল শক্তি হলেন আমাদের শিক্ষকরা। তিনি শিক্ষকদের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে শিক্ষার্থীদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালনের আহবান জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুদ্দিন আখতার, বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন, দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান মাসুদ, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আঃ রাজ্জাক, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রমজান আলী প্রমুখ। শেষে প্রাক্তন শিক্ষকদের হাতে উপহার তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!