টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় গোলচত্তরে সড়ক দুর্ঘটনায় ম্যাটসের দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে শোক র‌্যালি ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ১৭ ফেব্রুয়ারি সোমবার সাড়ে সকাল ১১ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে থেকে শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়। মানববন্ধনে জেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি ম্যাটসের সহশ্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইন্টার্ন ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি রাসেল সরকার ‘সহ অন্যান্য আন্দোলনকারী শিক্ষার্থীরা। বক্তারা বলেন, গত রবিবার বিকেলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে বেড়াতে গিয়ে বাসের চাপায় দুই মেডিকেল ইন্টার্ট চিকিৎসক নিহত হয়েছেন। এভাবে আর কত প্রাণ ঝড়বে সড়কে। কত মায়ের বুক খালি করবে নেশাগ্রস্ত চালকরা। দ্রুত সময়ের মধ্যে ঘাতক চালক ও হেলপারের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেফতার না করা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!