চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করতে বাধ্য হলেন বাবা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শুক্রবার রাত সোয়া ৮টা। রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সড়কে চেকপোস্টের পাশে মানুষের জটলা। ঠিক এ সময় ডিউটিতে ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম। মানুষের জটলা দেখে এক উপপরিদর্শকে (এসআই) পাঠান ঘটনাটি জানতে। এক ব্যক্তিকে তার সামনে নিয়ে আসার পর জানতে পারেন, এটি একটি চুরির ঘটনা। কিন্তু চুরি হলেও এটি সামান্য কোনো চুরি নয়। সন্তানকে বাঁচাতে এক বাবার দুধের প্যাকেট চুরি!

সন্তানের জন্য দুধ চুরি করে ধরা পড়া এই বাবার হৃদয় বিদারক ঘটনাটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পুলিশের ওই কর্মকর্তা (এসি)। পুরো ঘটনার বিবরণ দিয়ে গতকাল শুক্রবার রাত ১২টার দিকে নিজের ফেসবুকে ওয়ালে একটি পোস্ট দেন তিনি।

পোস্টটি তুলে ধরা হলো :
গতকাল রাত আনুমানিক ৮.৪৫ মিনিট, বাকি সড়কে চেকপোস্ট ডিউটি তদারকি করছিলাম। হঠাৎ এক জায়গায় মানুষের হট্টগোল দেখতে পেলাম। ঘটনা কী, তা দেখার জন্য আমার এক সাব-ইন্সপেক্টরকে পাঠালাম। কিছুক্ষণ পর বেশ কিছু লোক ২৫-৩০ বছর বয়সী একজন লোককে টেনে-হিঁচড়ে আমার সামনে নিয়ে আসল। ঘটনা জানতে চাইলাম। একজন বলল, ‘স্যার, লোকটা চোর, চুরি করে পালাচ্ছিল’। পাশে লোকটাকে শক্ত করে ধরে রাখা এক সিকিউরিটি গার্ড আমাকে বলল, ‘স্যার, লোকটা স্বপ্ন সুপার শপ থেকে চুরি করে পালাচ্ছিল’। আমি জিজ্ঞেস করলাম, কী চুরি করেছে? সিকিউরিটি গার্ড বলল, ‘স্যার, সে এক প্যাকেট দুধ চুরি করে পালাচ্ছিল’।

আমার খটকা লাগলো, আমি জিজ্ঞেস করলাম, দুধ? তখন সিকিউরিটি গার্ড অতি উৎসাহ নিয়ে বলল, ‘স্যার বাচ্চাদের ন্যান দুধের প্যাকেট’। আমি লোকটার দিকে তাকালাম। আমার বয়সেরই হবে। দেখতে ভদ্রলোকই মনে হলো। তাকে জিজ্ঞেস করলাম, চুরি করলেন কেন? সে কেঁদে ফেলল। তারপর বলল, ‘স্যার, তিন মাস হলো চাকরি নাই, বেতন নাই। ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নাই।’

পুলিশের এই কর্মকর্তা ফেসবুকে আরও লিখেছেন, ‘সাথে সাথে আমার ছেলের চেহারা মনে পড়ল! মনে হলো কতটা নিরুপায় হলে একজন বাবা এই কাজ করতে পারে! ওর জায়গায় আমি থাকলেও হয়ত একই কাজ করতাম। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, দুধের প্যাকেটের দাম কত? সে বলল, ‘৩৯০ টাকা স্যার।’ আমি তাকে ৫০০ টাকা দিয়ে বিল রাখতে বললাম এবং লোকটিকে ছেড়ে দিতে বললাম।

আজ আমাদের দেশের এক অসহায় বাবা তার বাচ্চার জন্য দুধ চুরি করে… কত মানুষ বেকারত্বের অভিশাপ ঘোঁচাতে অপরাধে জড়িয়ে পড়ছে.. হয়তো আমি ভালো চাকরি করে আজ ভালো আছি, কিন্তু সমাজের কত মানুষ আজ এই বাবার মতো নিরূপায়! এর দায়ভার কার?

ঘটনাটির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম  বলেন, ‘বিষয়টি খুবই বেদনাদায়ক। এই ঘটনাটি ফেসবুকে শেয়ার করার পরে অনেকেই আমার কাছে সেই ব্যক্তির নাম, পরিচয় জানতে চেয়েছেন। কিন্তু সামাজিক দিক বিবেচনা করে এখনো আমি তার বিস্তারিত পরিচয় কাউকে দিচ্ছি না। আজ রাতে তার সাথে একটা বিষয়ে আলোচনা হবে। এরপরে হয়তোবা এই ব্যক্তির কোলো ভাল খবর সবাইকে জানাতে পারাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!