মাহবুব এইচ শাহীন এর কবিতা- স্বার্থ ছিল

স্বার্থ ছিল
-মাহবুব এইচ শাহীন

 

এই , হ্যালো , হ্যালো ……

তুমি কি জানো ?

তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো

কিন্ত কোন স্বার্থ ছিলনা ,

দুঃখিত , স্বার্থ ছিল ! তবে

তোমাকে আপন করে পাওয়ার ।

 

আমার জানা ছিল না , তোমাকে

ভালবাসাটা ছিল বড়ই ভুল ।

তুমি হলে ছলনায় ভরপুর । ওহ না ,

তুমি অনেক ভালো , সত্যি ভালো ।

তোমাকে মন্দো কিছু বললে ,

কষ্টতো আমারই লাগে !

 

নির্ঘুম সারারাত শুধুই আর্তনাদ ,

আমার চোখের জলের বন্যা

বালিশই বোঝে , তুমি বঝোনা !

তুমি কি আমাকে একটুও ভালবাসো না ?

না না না , তোমার মুখে এসব কথা

শুনতে চাই না , শুনতে চাই , চাই না , চাই !

আমি যে কি চাই ? বুঝিনা ! তোমারও কি

এমন হয় ? একবার যদি বলতে ,

হ্যা । তাহলে বুঝতাম , তুমিও

ভালবাসো আমায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!