রচনা পারভিন এর কবিতা- হেলো আমি

হেলো আমি
-রচনা পারভিন

চারিদিকে ঘিরে থাকা মানুষ গুলি
সবাই আমাকে ভালোবাসবে না,
কেউ খুব ভালোবাসবে,
কেউ করবে প্রচুর ঘৃণা।

কেউ খুব প্রশংসায় ভাসাবে।
কেউ ভীষণ সমালোচনায় ডোবাবে।

আমার বন্ধু সবাই না।
আমিও সবার বন্ধু না।

অনেক মানুষের পরিচিতা,
আর আপনজন হওয়া এক নয়।

আমার কিছু পারদর্শীতা,
কিংবা অন্যের প্রতি উদাসীনতা
হতে পারে আমার প্রতি হিংসার কারণ।
আবার কেউ কেউ দারুণ ভালোবাসায়
মাথায় তুলে রাখবে আমায়।
আবার কেউ গুরুত্ব না দিয়ে মুখ ফিরিয়ে
ছুঁড়ে দেবে আস্তাকুঁড়ে।

কেউ কেউ খুব অপেক্ষায় প্রহর গুনবে আমার জন্য।
আবার কেউ ছেড়ে যাচ্ছি বলে আনন্দ বিলাস করবে।

আমার জন্য সবাই দুঃচিন্তা করবে না,তবে অবশ্যই কারো কারো ভাবনা জুড়ে থাকব বটে।
আবার কেউ বিপদে আছি জেনেও
দূরে সরে যাবে পাশে কেটে।

জীবনে এমন কেউ তো থাকবেই যাকে নিজের কষ্ট না বল্লেও বুঝে নেবে নির্বিঘ্নে।
পাশে এসে হাত বাড়াবে।
আবার কেউ খুব কাছের হয়েও,
সব জেনেও,
অচেনা হয়েই রয়ে যায় আজীবন।

কথা দিয়ে কথা কেউ কেউ রাখবে না।
আবার কেউ থাকবে যাকে কথা দিতে হবেনা
সে এমনিতেই শত ঝামেলায় পাশে এসে দাঁড়াবে।

এ জীবন বৃক্ষের মতো , কেউ আসে যত্ন আর মুগ্ধতায়, সৌন্দর্যমন্ডিত করতে।
আর কেউ আসে ডাল ভেঙে ছাল তুলে,
অস্তিত্ব বিলীন করতে।

এখন আমিই সিদ্ধান্ত নিয়ে বেছে নেব
কাদের প্রয়োজন জীবনে,
আর কাদের থেকে মুখ ফিরিয়ে,
ঘুরে দাঁড়ানো জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!