সৈয়দপুরে ১০ লক্ষ টাকার ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী আটক

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তিন সরবরাহকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ মে) বেলা ১১টায় মাদকের এ চালানটি জব্দ করা হয়।
সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার বাঙালিপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। এসময় ইয়াবা সরকরাহকারী তিন যুবককে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবকরা হচ্ছেন-বোতলাগাড়ির বড়দহ এলাকার সুরেশ রায়ের ছেলে বিপ্লব রায় পর্বত (২৮), বদরগঞ্জের সোনারপাড়ার আফজাল হোসেনের ছেলে রাশেদ (২০) ও একই এলাকার রাধানগর মুন্সিপাড়ার নাসির উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২১)। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪শ’ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২০ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম  জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!