ইতিহাসের এই দিনে: ১৫ মে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৫ মে, ২০১৭, সোমবার। ১ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৫তম (অধিবর্ষে ১৩৬তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১০০৪ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত।

১৫৬৭ খ্রিস্টাব্দের এই দিনে স্কটল্যান্ডের রানি মেরি জেমস হেপবার্নকে বিয়ে করেন।

১৬১০ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি পার্লামেন্ট ত্রয়োদশ লুইকে রাজা নিযুক্ত করে।

১৬২৫ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।

১৭৫৬ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এই দুই দেশের মধ্যে বিশ্ব জুড়ে সাত বছরের যুদ্ধ শুরু হয়।

১৭৭৬ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়।

১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেটি প্রকাশিত হয়।

১৮৭৩ খ্রিস্টাব্দের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি ঘটাতে ব্রিটিশ প্রস্তাব গৃহীত হয়।

১৮৭৮ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় সাধারণ ব্রাক্ষ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকায় বিশ্বের প্রথম এয়ার মেইল চালু।

১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে কমিউনিস্ট আন্তর্জাতিক অবলুপ্তি ঘোষণা করা হয়।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন,ফ্রান্স,যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ভিয়েনা চুক্তি স্বাক্ষর।

১৯৫৭খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ বিজ্ঞানী কর্তৃক প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বাহিনী গঠিত হয়।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু হয়।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে দীর্ঘ ৩০ বছর পর চীন-সোভিয়েত শীর্ষ বৈঠক।

১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের সিলেট ওসমানী বিমান বন্দরে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ।

জন্ম

১৫৬৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ক্লডিও মন্টেভার্ডি, ইতালীয় গীতিকার।

১৬০৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন রেনে গোপিল, ফরাসি ক্যাথলিক মিশনারি।

১৭২০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ম্যাক্সিমিলিয়ান হেল, স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী।

১৭৭৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন রাজপুত্র ক্লেমেন্স ভেনজেল ভন মেটারনিখ, অস্ট্রিয়ান কূটনীতিক।

১৭৮৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক।

১৮১৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতের ধর্মীয় সংস্কারক; রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা।

১৮৪৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী।

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন এল ফ্রাঙ্ক বাম, মার্কিন লেখক।

১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিজ্ঞানী।

১৮৫৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন পিয়েরে কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৮৬২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন আর্থার শ্নিজলার, অস্ট্রীয় নাট্যকার।

১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক।

১৮৯১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন মিখাইল বুলগাকভ, রুশ লেখক।

১৮৯২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জিমি ওয়াইল্ড, মুষ্টিযোদ্ধা।

১৮৯৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন প্রেসকট বুশ, মার্কিন সিনেটর এবং জর্জ ডব্লিউ বুশের পিতামহ।

১৮৯৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন উইলিয়াম ডি বায়রন, মার্কিন কংগ্রেসম্যান।

১৮৯৬ খ্রিস্টাব্দের এই দিনে টেক্সাসে টর্নেডোতে ৭৬ জনের প্রাণহানি ঘটে।

১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন আর্লেট্টি ফরাসি মডেল এবং অভিনয়শিল্পী।

১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জিন ইটিন্নি ভ্যালুই, ফরাসি জেনারেল।

১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন রিচার্ড ডি ডেলেই, শিকাগোর মেয়র।

১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জোসেফ কটেন, মার্কিন অভিনেতা।

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন সুখদেব থাপার, ভারতীয় মুক্তিযোদ্ধা।

১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জেমস মেসন, ইংরেজ অভিনেতা।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন এভারেষ্ট বিজয়ী তেনজিং নোরক।

১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন টেড ডেক্সটার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৮১খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন প্যাট্রিস এভরা, ফরাসি-সেনেগালীয় আন্তর্জাতিক ফুটবলার।

মৃত্যু

১১৫৭ খ্রিস্টাব্দের এই দিনে রুশ যুবরাজ ইউরি ডলগোরুকির মৃত্যু।

১৭৪০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অভিধানকার এফরাইম মেম্বারস।

১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মার্কিন মহিলা কবি এমিলি ডিকিনসন।

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সাহিত্যিক ও চিন্তাবিদ ভূদেব মুখোপাধ্যায়।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ফরাসি চলচ্চিত্র পুরোধা এতিয়েন জুল মারে।

১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নাট্যকার, অভিনেতা ও নাট্য-পরিচালক অপরেশচন্দ্র মুখোপাধ্যায়।

১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সাহিত্যিক আশালতা সিংহ।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সুরকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আব্দুল আহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!