ইতিহাসের এই দিনে – ১৯ ফেব্রুয়ারি

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৭ ফাল্গুন ১৪২৩। ফেব্রুয়ারি ১৯ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫০ তম (অধিবর্ষে ৫০ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬১৮ সালের এই দিনে ডেনিস-অস্ট্রেলিয়া যুদ্ধের অবসান। মাদ্রিদ শান্তি চুক্তি অনুমোদন।

১৮০৩ সালের এই দিনে সুইজারল্যান্ডে মধ্যস্থতা আইন পাস (যে আইনের অধীনে ক্যান্টনস পুনরায় স্বাধীনতা অর্জন করে)।

১৮৫৫ সালের এই দিনে লিভারপুলে খাদ্য দাঙ্গা শুরু হয়।

১৮৭৮ সালের এই দিনে টমাস আলভা এডিসন ফনোগ্রাফ পেটেন্ট করেন।

১৮৮১ সালের এই দিনে ‘অমৃত বাজার পত্রিকা’ দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
১৯০৪ : ঢাকায় কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন।

১৯২৪ সালের এই দিনে জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষরিত হয়।

১৯৪১ সালের এই দিনে কেনিয়ায় অবস্থানরত ব্রিটিশ বাহিনী ইতালীয় সোমালিল্যান্ড দখল করে নেয়।

১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে জাপানের প্রথম বিমান হামলা। ২৪৩ কর্মকর্তা নিহত। ২৩টি বিমান বিধ্বস্ত ৮টি জাহাজ ডুবি।

১৯৫১ সালের এই দিনে নেপালে গণঅভ্যুখানে ১০৪ বছরের পুরনো রানা শাসনামলের পতন এবং রাজ পরিবারের ক্ষমতায় পুনঃঅধিষ্ঠিত।

১৯৭৮ সালের এই দিনে বিখ্যাত আবিষ্কারক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম মেশিনের প্যাটেন্ট করেন।

১৯৮০সালের এই দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহঃ)ইরানের প্রথম অভিভাবক পরিষদের জন্য ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ বা ফকিহদের মনোনয়নদান করেন।

১৯৯৩ সালের এই দিনে হাইতিতে ১৫শ যাত্রীবাহী ফেরীড়বি। জীবিত উদ্ধার মাত্র ২৮৫ জন।

 

জন্ম
১৪৭৩ সালের এই দিনে পোলান্ডের তোরান শহরে জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোর্পানিকাস জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৩৭৯ সালের এই দিনে সুলতান গিয়াসুদ্দিন তুঘলক (দ্বিতীয়) দিল্লিতে নিহত হন।

১৯১৫ সালের এই দিনে রাজনীতিবিদ গোপালকৃষ্ণ গোখেলের মৃত্যু।

১৯৪৭ সালের এই দিনে সমাজসেবক স্যার আজিজুল হকের মৃত্যু।

১৯৫১ সালের এই দিনে বিখ্যাত ফরাসি লেখক, নৈতিকতাবাদী, দার্শনিক আন্দ্রে জিঁদ পরলোকগমন করেন।

১৯৭৮ : সংগীতশিল্পী পঙ্কজ মল্লিকের মৃত্যু।

১৯৮৮ সালের এই দিনে ইরানের একটি যাত্রীবাহী বিমানের উপরইরাকের সাবেক স্বৈরশাসকের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় হোজ্জাতুল ইসলামফাজুল্লাহ মাহলাদী শহীদ হন।

১৯৯৭ সালের এই দিনে চীনের নেতা দেং জিয়াও পেং পরলোকগমন করেন।

উৎসঃ ইন্টারনেট অবলম্বনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!