২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল ১৪ জুলাই ২০১৯ তারিখ ১৩.৪৫ ঘটিকার র্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এস, এম, জামিল আহমেদ এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার আমিনপুর থানাধীন চক কুমুরিয়া গ্রাম হইতে ২০০ (দুইশত) পিচ অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যবলেটসহ ০১। মোছাঃ শিলা খাতুন (৩২), স্বামী- মোঃ শফিক সরদার, সাং- চক কুমুরিয়া, থানা- আমিনপুর, জেলা- পাবনাকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনাস্থল হইতে র্যাবের উপস্থিতি টের পাইয়া ২। শফিক সরদার (৩৫), মৃত আঃ কাদের, ৩। মোঃ রাজু আহম্মেদ (২৫), পিতা- মোঃ লিয়াকত আলী, উভয় সাং- চককুমুরিয়া, থানা- আমিনপুর, জেলা- পাবনাদ্বয় সু-কৌশলে দৌড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উপস্থিত সাক্ষীসহ লোকজনকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, উপরোক্ত ধৃত আসামীসহ পলাতক আসামীদ্বয় পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রাখিয়া অবৈধ ভাবে ক্রয় বিক্রয় করে আসিতেছিল।
এ সংক্রান্তে পাবনা জেলার আমিনপুর থানায় ধৃত আসামীসহ পালাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

