টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী সন্তান ও ভাতিজা কর্তৃক নারী খুন মামলার ৩ আসামী গেফতার

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও চাঞ্চল্যকর হত্যা মামলায় প্রতিবেশীকে ফাঁসাতে স্বামী সন্তান ও ভাতিজা কর্তৃক নারী খুন মামলার ৩আসামীকে গেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আসামীরা খুনের কথা স্বিকার করেছে। ১৬৪ ধারায় স্বিকারোক্তির জন্য আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের সভাকক্ষে ১৭ অক্টোবর বৃহস্পতিবার প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার রঞ্জিত কুমার রায় জানায়, গত ১৪ তারিখ সোমবার মির্জাপুর উপজেলার আজগানা এলাকার আউলিয়াবাদ এলাকা থেকে সুফিয়া বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ভাই বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তিতে পুলিশের বিভিন্ন সোর্স এবং তথ্য প্রযুক্তি ব্যাবহার করে হত্যার সাথে জরিত নিহতের স্বামী আলাল উদ্দিন, ছেলে শরিফুল ইসলাম এবং ভাতিজা স্বপন মিয়াকে আটক করা করে। পরবর্তিতে পুলিশের জিঞ্জাসাবাদে জানতে পারে প্রতিবেশির সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক দন্ব ছিলো তাদের ফাঁসাতে এবং বিভিন্ন এনজিও থেকে লাখ লাখ টাকা ঋন ছিলো আলাল যা বউ এর নামে তোলা হয়েছে সেই লোন থেকে বাঁচতে ছেলে, ভাতিজা এবং সে নিজেই পরিকল্পিতভাবে এই হত্যা কান্ড ঘটিয়ে বিলের পানিতে লাশ ভাসিয়ে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আসামীদের ১৬৪ ধারায় স্বিকারোক্তি মূলক জবান বন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!