পঞ্চগড়ে ৫৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে ৫৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের নারায়ণপুর ধুনিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধীনস্থ শিংরোড বিওপির একটি টহল দল নায়েব সুবেদার আব্দুল ওয়ারেছ সরকারের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৬৫/১৬-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের নারায়ণপুর ধুনিয়াপাড়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দুই লাখ ৩৯ হাজার ৬০০ টাকা।

উদ্ধার করা ফেনসিডিলের সঙ্গে পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর ধুনিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীনের (শুকরু) ছেলে সাইদুর রহমান (৩২) জড়িত থাকায় তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় পলাতক আসামি হিসেবে মামলা দায়ের করা হচ্ছে।

জয়নাল আবেদীনের (শুকরু) ছেলে সাইদুর রহমান (৩২) জড়িত থাকায় বুধবার (০৯ অক্টোবর) তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় পলাতক আসামি হিসেবে মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১১ তারিখ ০৯/১০/২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!