ইতিহাসের এই দিনে: ৬ আগস্ট

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৬ আগস্ট, ২০১৭, রোববার। ২২ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৮(অধিবর্ষে ২১৯তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২৫ খ্রিস্টাব্দের এই দিনে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে সাপ্তাহিক বসুমতি দৈনিক বসুমতি রূপে আত্মপ্রকাশ করে।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করলে ভয়াবহ ধ্বংসলীলা সাধিত হয়।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান কর্তৃক বেনজীর ভুট্টোর সরকারকে বরখাস্ত এবং দেশে জরুরি অবস্থা জারি।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে ষোল বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয়।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন লাভ করে।

জন্ম

১৮০৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ইংরেজ কবি লর্ড আলফ্রেড টেনিসন।

১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন নোবেলজয়ী স্কটিশ জীবাণুতত্ত্ববিদ বিখ্যাত বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং।

১৮৯৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন নটসূর্য অহীন্দ্র চৌধুরী।

১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার ক্রিপাল সিং।

১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন পাকিস্তানের ক্রিকেটার ইকবাল কাশিম।

মৃত্যু

১৬৩৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ কবি ও নাট্যকার বেন জনসন।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংম্যুয়ির।

১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত উচ্চাঙ্গ সংগীত শিল্পী ওস্তাদ মোহাম্মদ খসরু।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ভারতের কমিউনিস্ট নেতা ভূপেশ গুপ্ত।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী এড্সগার ডাইকস্ট্রা।

২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সাংবাদিক, সাহিত্যিক সন্তোষ গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!