টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ’৯৭ ব্যাচের মিলনমেলা

 

 

 

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের ২০বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত। টাঙ্গাইল প্রেসক্লাবে ২৪ জুন এ উপলক্ষ্যে আলোচনাসভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল করিম, অন্যান্য শিক্ষকগন ও ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীগণ। ২০বর্ষ পূর্তি উপলক্ষে সর্বসম্মতিক্রমে ঈদুল আজহার তৃতীয় দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সেইসাথে অনুষ্ঠানকে সফল করতে একটি আহবায়ক কমিটি করা হয়। এই ব্যাচের মেধাবী শিক্ষার্থীগণের মধ্যে পাইলট থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, সাংবাদিক, এডভোকেট, বিশ্ববিদ্যালয় প্রভাষক, রাজনীতিবিদ, সংগীত শিল্পি, নাট্য নির্মাতা, ব্যবসায়ী সহ সরকারি/বেসকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে চাকুরীরত অনেকেই রয়েছে। অনেকেই বর্হি বিশ্বের দেশগুলোতে তাদের নিজেদের প্রতিভায় টাঙ্গাইলসহ বাংলাদেশকে পরিচিত করছে ।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!