৪৮ ঘন্টার মধ্যে আপনের স্বর্ণ ফেরত না দিলে সারাদেশে লাগাতার ধর্মঘট

 

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমে বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংগঠনের সহ-সভাপতি এনামুল হক খান বলেন, ৪৮ ঘন্টার মধ্যে আপন জুয়েলার্স স্বর্ণ ফেরত না দিলে ১১ এপ্রিল (রবিবার) থেকে সারা দেশে সকল স্বর্ণ ব্যবসা সংগঠন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

তিনি বলেন, বেআইনিভাবে আপন জুয়েলার্সের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

তিনি আরও বলেন, ১২ তারিখ স্বর্ণ ব্যবসায়ীরা পদযাত্রার মাধ্যমে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর কাছে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া আগামী ১৫ জুন মহাসমাবেশের ঘোষণাও দেন তারা।

এ সময় সোনা জব্দের প্রক্রিয়াক ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ উল্লেখ করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের প্রধান মঈনুল খানকে প্রত্যাহারের দাবি জানান।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!