সন্ত্রাসী কায়দায় আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো: মওদুদ

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ (বুধবার) বেলা ৪টার দিকে রাজউকের অঞ্চল-৫ এর পরিচালক ওয়ালিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান-২ এর বাড়িটির নিয়ন্ত্রণ নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এর আগে বাড়িটির পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাজউক কর্মকর্তা ওয়ালিউর রহমান জানান, তারা এই বাড়ির মালামাল বের করে ট্রাকে করে গুলশান-২ এর ৫১ নম্বর সড়কে ২ নম্বর প্লটে কনকর্ড প্যানারোমা নামে ভবনটির ৫ম তলাটি মওদুদ আহমেদের, মালামালগুলো সেখানেই পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এটি রাউজকের সম্পত্তি। আদালতের আদেশে রাজউক নিয়ন্ত্রণে নিয়েছে। আপাতত এটি তালাবদ্ধ করে রাখা হবে।

এদিকে, অভিযানের খবর পেয়ে সেখানে হাজির হন ব্যারিস্টার মওদুদ আহমদ। পরে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩৬ বছর যে বাড়িতে আমি বসবাস করেছি, সেখানে থেকে আমাকে বেআইনিভাবে সন্ত্রাসী কায়দায় বের করে দেওয়া হলো।

তিনি বলেন, আমাকে কিছু সময়ের জন্য বাসায় ঢুকতে দেওয়া হয়েছিল। দীর্ঘ ৩৬ বছর যে বাসায় আমি বাস করেছি, যে বাসায় আমার অনেক স্মৃতি। চীনের সাবেক রাষ্ট্রপতি, ফরাসী পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিশ্বের অনেক নেতা এ বাসায় এসেছেন। এ বাসায় আমার হাজার হাজার বই রয়েছে। অনেক স্মৃতি এ বাসায় রয়েছে। সেগুলো আমি শেষবারের মতো দেখে গেলাম।

তিনি আরও অভিযোগ করেন, কোনো আইনি নোটিশ এবং কোর্টের অর্ডার ছাড়া এ অভিযান চালানো হয়েছে। তারা কিছুই দেখাতে পারে নাই। গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় আমাকে বের করে দেওয়া হলো।

গত ৪ জুন ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা বিষয়ে করা রিভিউ খারিজ করে দেয় আপিল বিভাগ। গত বছর ২ আগস্ট মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির নামজারির নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল গ্রহণ করে আপিল বিভাগ। গত ৩০ আগস্ট এ মামলার ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ের বিরুদ্ধে পরে রিভিউ করেন মওদুদ।


 

 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!