মোল্লা মো:জমির উদ্দিন এর কবিতা- চাবুক
চাবুক
-মোল্লা মো:জমির উদ্দিন
(কবি, সাহিত্যিক ও কলামিস্ট)
ইহা অতি প্রাচীণ হাতিয়ার
সম্রাটের হাতের চিহ্ন আছে
এতে বিচারকের সম্মান আছে
মাথা নোয়াবার নির্দেশ আছে।
ঘোড়ার দৌঁড়ে জীবন বাজি
কাদা মারিয়ে উত্তরনের ঈঙ্গিত
উশৃংখল ঘোড়ার ছন্দহীন খুরের
আওয়াজ নিয়ন্ত্রণের ঈশারা।
প্রাচীন অস্ত্র শক্রকে পিষে মারতে
কষে একবার চাবুক চালিয়ে
ঘোড়ার পায়ে পিস্ট করে
উল্লাসে ফেটে পরবার চিতকার।
নিরবে চাবুক চল্লেও বুঝা যায়
পিঠে দাগ কাপড়ে নিচে দেখ
চাবুক আর ঘোড়ার সম্পর্ক আছে
ঘোড়ার পায়ের আওয়াজ চলছে।
পায়ের খুরের উচ্চ শব্দে দুষন
মাত্রা ছাড়িয়ে নি:স্বাষ প্রায় বন্ধ
ঘোড়া শক্তির প্রতিক, চাবুক শাসন
লাগাম ধরুন চাবুক ডান হাতে থাক।