মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা- আবার দেখা হবে

আবার দেখা হবে
-মোল্লা মোঃ জমির উদ্দিন

যেদিন তোমায় প্রথম দেখি
সেদিন থেকেই স্বপ্ন সাজি
তোমায় ভাবছি অহরনিশি
এবার যখন এসে গেছি
শুভ্র আকাশ মেঘ লুকিয়ে
মাঝে মাঝেই ভিজিয়ে দিছি।

চাওনি তবু
সাদা মেঘের ভেলায় করে
দুর আকাশে মিলিয়ে গেছি
সব কিছুতেই নিখাঁদ
প্রেমের জানান দিছি
তোমার খোঁজে
সাদা ফেনিল জলরাশির
মাঝ সাগরে ভেসে গেছি।

বাগান বিলাশ আছে বলেই
সকল ফুলের সমারোহ
তোমায় দিছি
বাড়ান্দাতে রাতের রানী
দিতেও কোন ভুল করিনি
আকাশ পানে দেখবে জানি
মেঘমুক্ত সুব্র আকাশ
ঠাঁই দাড়িয়ে পুর্নিমা চাঁদ
আজকে যেন তোমার আলোয়
আলোকিত।

বিলের জলে আসবে বলেই
পদ্মফুলে ভড়িয়ে দিছি
শালুক তুলে নির্জনতায়
সাপ ও ব্যাংয়ের লুকোচুরি
শিং মাছের কাটার আঘাত
বিষে শরীর নীল হয়েছে
ভয় পেওনা
এটা আমার উপস্থিতি।

উদাস দুপুর
আলসেমিতে ভর করেছে
পুকুর পারে কাঁচারি ঘর
বেঞ্চে শরীর এলিয়ে দিলেম
চোখ দুটো বন্ধ করে
আরাম করার ছলে
হঠাৎ উচ্চ স্বরে পাক পাকিয়ে
ডানা জাপ্টে জাগিয়ে দিল
হাস দুটো
একে অপরকে জরিয়ে আছে
মাছ রাংটা নিজের থেকে বড় মাছটা
ঠোঁটে করে উড়ে যাচ্ছে।

ভাবছ এই তপ্ত রোদে
বাসুলিয়া বিলে যাবে
ভয় পেওনা মধ্য জলে
সাজানো আছে বিশ্রামাগার
হিজল গাছের ছায়া তলে।

কিযে আজ হলো
তাল গাছের মাথার উপর
ধবল পাখি দুটো
একে অপরকে জরিয়ে নিল
সব কিছু আজ লাগছে এলোমেলো
সকালবেলা দূর্বাঘাসের ডগায় শিশির
সোনালি আলোর ঝিকিমিকি
দুই হাতে মেখে নিলে
স্নিগ্ধতায় মন জুরিয়ে গেল।

কলেজ যাবার মেঠো পথের
দুই ধারে কাশ ফুল
নরম স্পর্শ নিলেম একটু গালে
তীব্র গরম সন্ধ্যা হবার আগে
এলোমেলো হাওয়া এসে গায়ে লেগে
মনটা চনমনে হরিণীর মতো
কান দূটো কেমন খাড়া হলো
বাড়ি ফেরার পথটা যে আজ
লাগছে বেজায় ভালো।

দু’পাশ থেকে কাশফুলেরা
জড়িয়ে ধরে স্নিগ্ধতায়
শুভ্রতার চুম্বনে আদরে
মনটা বিচলিত !
দুধে আলতায় মেশানো রং
তৃপ্ত শান্ত নিরবে
বাড়ি ফিরে গেলে।

পাগল কাঁদছ যে!
দুঃস্বপ্ন সব হাড়িয়ে গেলো!
শান্ত থাকো যত্ন নিও
আবার দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!