ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নাম ঘোষণা করেন। এসময় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে সহযোগিত করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম বিভাগীয় সম্পাদক সাকিব আহমেদ, ব্যারিস্টার শোভন মাহমুদ এবং চেয়ারম্যানের বিশেষ সহকারী ফজলে এলাহি তুষার উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ‘বিএনপি ও তার মিত্র রাজনৈতিক জোট সরকারের দমননীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী আন্দোলন চালিয়ে যাবে। ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের প্রার্থিতা সেই ঐক্যের প্রতীক এবং পরিবর্তনের পথে একটি নতুন বার্তা।’

রাজধানীর মোহাম্মদপুর এলাকা নিয়ে ঢাকা-১৩ আসনের হিসাব-নিকাশ। এই আসনে বিএনপির মনোনয়ন-প্রত্যাশী দলের হেভিওয়েট তিন নেতা আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল ও আতাউর রহমান ঢালী। কিন্তু প্রাথমিক ঘোষণায় ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

ববি হাজ্জাজের বর্ণাঢ্য শিক্ষাজীবন, ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে শেষ করেন প্রাথমিক শিক্ষা। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি। দেশে ফিরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।

২০১২ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে শুরু হয় ববি হাজ্জাজের রাজনৈতিক জীবন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে দাঁড়ান।

২০১৪ সালের নির্বাচনের সময় তার ভূমিকা তাকে জাতীয়ভাবে আলোচনায় নিয়ে আসে। ২০১৫ সালে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৭ সালের এপ্রিলে গঠন করেন নিজের রাজনৈতিক দল ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ বা এনডিএম। বর্তমানে তিনি এই দলের চেয়ারম্যান।

২০১৮ সালের সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ববি হাজ্জাজ।

মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার একাংশ নিয়ে গঠিত হয় ঢাকা-১৩ আসন। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। একসময় তিনি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক। বিএনপিতে যোগদানের আগে জাতীয় পার্টিতে ছিলেন, সেসময় ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন। আগামী নির্বাচনেও তিনি ছিলেন এই আসনে দলের শক্তিশালী মনোনয়ন প্রার্থী।

ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনয়নের আলোচনায় আছেন দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আতাউর রহমান ঢালী। তিনি একজন সাবেক ছাত্রনেতা এবং ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সম্প্রতি রাজনৈতিক মামলায় কারাবরণ করে তিনি আলোচনায় আসেন। তার ত্যাগ দলের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।

এই আসনে ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। একজন সুবক্তা হিসেবে টেলিভিশন টক শোর পরিচিত মুখ তিনি। একবার এই আসনে নির্বাচন করায় আগামীতেও মনোনয়ন প্রত্যাশীর তালিকায় ছিলেন তিনি। তবে ২০০১ সালের নির্বাচনে বরিশাল-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একারণে ঢাকা-১৩ আসনের চেয়ে বরিশাল-২ আসনে নির্বাচন করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তবে বিএনপির এই তিন নেতাকে ছাপিয়ে ঢাকা-১৩ আসনে নতুন করে উঠে এসেছে ববি হাজ্জাজের নাম। তার ইতিবাচক দিক হলো উচ্চশিক্ষা, তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি। ববি হাজ্জাজকে ছাড় দেয়ার বেলায়, অন্য আসনে দলের অভ্যন্তরীণ মনোনয়ন লড়াইয়ের পাশাপাশি এসব বিবেচনায় নিয়ে থাকতে পারে বিএনপির হাইকমান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!