আমেনা হোসেন শিশু একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে আমেনা হোসেন শিশু একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন ও দিনব্যাপী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়।

আমেনা হোসেন শিশু একাডেমি মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। শুধু পড়ালেখা করলেই চলবে না, তোমাদের একজন আদর্শ মানুষ ও দেশ প্রেমিক হতে হবে। এসময় তিনি লেখাপড়ার পাশাপাশি শিশু কিশোরদের ক্রীড়া অঙ্গণে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আমেনা হোসেন শিশু একাডেমি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, মো. আব্দুস সাত্তার, এজহারুল হক কচি, শাহাদত হোসেন, ফাহাদ বিন সাত্তার স্বরণ, জাহিদ হোসেন রানা প্রমূখ।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন পপি। সাবির্ক পরিচালনা করেন আলতাব হোসেন খান ও ফাহাদ বিন সাত্তার স্বরণ। ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক আজমত হোসেন, এম.এ. জিন্নাহ, ফাহমিদা বিনতে সাত্তার সামিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!