আদমদীঘিতে মহিতের ছত্রছায়ায় বিএনপি নেতাকর্মীরা বেপরোয়া
বগুড়া, বিশেষ প্রতিনিধি । কাগজ ২৪
আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর কিছু নেতাকর্মী জড়িয়ে পড়েন নানা অপকর্মে। বগুড়ার আদমদীঘিতেও দলীয় কিছু নেতাকর্মীরা দখলবাজি, লুটপাট, সরকারি চাল পাচার ও নাশকতা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি সহ নানান অপকর্মে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে দল থেকে এদের মধ্যে কেউ কেউ বহিষ্কার আবার কাউকে কাউকে কারণ দর্শানো নোটিশও করা হয়েছে। তবুও থামছেনা তাদের দৌরাত্ম্য।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া ৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ধানের শীষের মনোনয় প্রত্যাশী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। তাঁর ছত্রছায়ায় থেকে উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, চাঁপাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলুসহ বেশ কয়েকজন নেতা বিত্তশালী মানুষদের টার্গেট করে নাশকতা মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে দেদারসে চাঁদাবাজী করছেন। এসব ঘটনায় ইতিমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে মধু ও মুক্তাকে শোকোজও করা হয়েছে।
উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেন, খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল অসহায় মানুষের মাঝে বিতরণ না করেই মহিত তালুকদারের ছোট ভাই মুক্তা তালুকদারের গোডাউনে রেখে পাচারকালে জনতার হাতে নাতে ধরা খান। পরের দিন দল তাকে অব্যাহতি দেয়।
এদিকে রাজনীতি না করেই মহিত তালুকদারের প্রভাব খাটিয়ে তারই ছোট ছেলে মোমিনুর রহমান তালুকদার মীম দখলে নেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদ। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু মহিতের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। শুধু তাই নয়, মীম বিআরডিবির চেয়ারম্যানের চেয়ার দখলের পর তারই নেতৃত্বে যুবদল নেতা হান্নান বাহিনী সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলুর ডাক বাংলোতে লিজ নেওয়া পুকুরের ১৫ লাখ টাকার মাছ লুট করে।
এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, ৫ আগষ্টের পর তিনি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী তিনমাথায় কয়েকজন আলু ব্যবসায়ীর গাড়ি থেকে আলু লুট ও বিনাহালি গ্রামের কয়েকটি পুকুর দখল করে নেয়। জুয়েল মহিত তালুকদারের লোক। এজন্য থানায় অভিযোগ করে লাভ হবে ভেবে ভুক্তভোগীরা অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, মহিত তালুকদার এর অনুসারী ছাতিয়ান গ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রতন একটি সিন্ডিকেট তৈরি করে শুষ্ক মৌসুমে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠের জমি এবং পুকুর অবৈধভাবে খনন করে এসব মাটি স্থানিয় ইটভাটায় বিক্রি করে কোটি কোটি টাকার বানিজ্য করছেন।