ওষুধ নিম্নমানের নয়, মশা শক্তিশালী: সাঈদ খোকন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ওষুধ অকার্যকর নয়, মশা আগের চেয়ে শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। আজ মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানিয়ে দিয়েছেন, শিগগিরই ওষুধ পরিবর্তন সম্ভব নয়।

মেয়র সাঈদ খোকন বললেন, পরিস্থিতি আতঙ্কিত হওয়ার মতো নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মশা নিধনের ওষুধ নিম্নমানের নয়। বরং মশারা এখন বেশি শক্তিশালী হওয়ায় ওষুধে কাজ হচ্ছে না।

তিনি জানান, ডেঙ্গুর চিকিৎসা সেবায় ১৫ জুলাই থেকে দক্ষিণ সিটির প্রতি ওয়ার্ডে থাকবে ৪৫০টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম। চালু হবে হটলাইন। অসুস্থ ব্যক্তিকে বাড়ি গিয়ে সেবা দেয়া হবে। প্রয়োজনে বিদেশে পাঠানোর ঘোষণা দিলেন সাঈদ খোকন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুই সিটি করপোরেশনের উদ্যোগে পুরোপুরি সন্তুষ্ট নন। সচিবালয়ে তিনি জানান, কার্যকর পদক্ষেপ নেয়া হলে ডেঙ্গুর বিস্তার ঠেকানো যেত।

 

এত উদ্যোগের পরও সিটি করপোরেশনকে আরো তৎপর হওয়ার তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ডেঙ্গু রোগী বাড়ায় সবাইকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!