টাঙ্গাইলে বন্যার্তদের ত্রাণ সামগ্রী দিলেন র‌্যাব ১২এর অধিনায়ক লেঃ কর্নেল খাইরুল ইসলাম

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ভুঞাপু‌রে বন্যার্ত অসহায় দুই শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১২ এর অধিনায়ক লেঃ কর্নেল খাইরুল ইসলাম।

টাঙ্গাইলের ভুঞাপু‌র উপ‌জেলার গাবসারা ইউনিয়‌নে ১২ আগস্ট বুধবার সকালে ক‌য়েক‌টি গ্রা‌মের মানু‌ষের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রা‌ণের ম‌ধ্যে ছিল চাল, ডাল, চি‌নি’সহ নিত‌্যপ্রয়োজনীয় খাদ‌্য সামগ্রী। এ সময় র‌্যাব-১২ এর অধিনায়ক খায়রুল ইসলাম জানান, সম্প্রতি টাঙ্গাইলে ভয়াবহ বন্যা হয়েছে। জেলার ১২টি উপজেলার ১১টি উপজেলাই বন্যা কবলিত হয়। এসব এলাকায় প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অনেকেই এখনও খাদ্য সংকটে রয়েছে। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে র‌্যাবের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় মানুষের মধ্যে এ ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব ১২ সিপিসি ৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রওশন আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!