পাবনার ঈশ্বরদী থেকে চলতি এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদী থেকে চলতি এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে পাবনার ডিবি পুলিশ। আটককৃতরা হলো, পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামের নিহাদ মালিথা ও রপন আলী।

আসামী নিহাদ দশম শ্রেণীর ছাত্র এবং রপন একাদশ শ্রেণীর ছাত্র। তারা পরষ্পর বন্ধু এবং প্রতারণা সিন্ডিকেটের সদস্য। গত ১ মাস আগে থেকে তারা প্রতারণার মাধ্যমে সিম কার্ড ব্যবহার করে ফেসবুক ও বিকাশ একাউন্ট তৈরি করে ব্লাক টাইগার নামের টাইম লাইনে তারা ভুয়া ফেসবুকের মাধ্যমে এসএসসি পরিক্ষার প্রশ্ন পত্র পেয়েছে বলে পোষ্ট করে। পরিক্ষার্থীরা পোষ্ট দেখে তাদের সাথে যোগাযোগ করলে তারা প্রশ্নপত্র দেওয়া কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের একটি দল গেল রাত ২ টার দিকে ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় পাবনার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটককৃতরা পরস্পর বন্ধু ও প্রতারনা সিন্ডিকেটের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!