আজাদ বঙ্গবাসীর কবিতা- নিষিদ্ধ নগরের উপাখ্যান

নিষিদ্ধ নগরের উপাখ্যান
-আজাদ বঙ্গবাসী

রাত ঘুমালে বধু তুমি জোছনার শরমে ঘুঙুর বেঁধে
যখন পশ্চিমা নোটের মতো পানশালা ছড়াও
তখন এই নিষিদ্ধ নগরে নামে পুরুষ উপাখ্যান ।

তোমার সেই এক-ভাঁজ শাড়ির জলসায়-তাবৎপৃথিবীর
মরণাস্ত্র, যুদ্ধ বিরতীর উন্মাদনায় ব্যাকুল হলে; আমি বলি
বধু এ ছোট্ট বুক-তোমায় কি করে দেবো তাতে ঠাঁই !

এর চেয়ে ঢের ভালো-তুমি রাজি হয়ে যাও; জাতিসংঘের
প্রেমের প্রস্তাবনায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!