শাহিন মামুন এর কবিতা-মোল্লা-পুরোহিত

মোল্লা-পুরোহিত
শাহিন মামুন

ওহে মোল্লা-পুরোহিত ভাই!
মসজিদ-মন্দির হয় যদি কভু
মানবের কল্যাণের ধর্মীয় উপাসনালয়ের নাম !
তবে কেনো দেখি আমি আজও
সেই মসজিদ-মন্দির যখন ধনীর দানের
জেলাপী-সিন্নী আর প্রসাদে ভার
তোমারা মোল্লা আর পুরোহিত ভাইয়েরা
কেনো বল দাও তালা
ঐ আল্লাহর ঘর মসজিদ আর
ভগবানের মন্দিরের দেয়ালের গায়ের কপাট ?

হে মোল্লা-পুরোহিত ভাই!
জেলাপী-সিন্নী আর প্রসাদ থাকে অনেক পড়ে
তোমাদের মসজিদ-মন্দির এর মেঝের মাঝে
তবুও কেনো দেখি আজও আমি
ঘণ্টা দু’য়েক পরেও ভুখারী থাকে
ভুখা পেটে ঐ মসজিদ-মন্দির এর দ্বার চেপে ?

হে মোল্লা-পুরোহিত ভাই!
আল্লাহ-ভগবান সে যে সৃষ্টিকর্তা একজনই সবার।
সে তো খায়না কভু মসজিদ-মন্দিরের তরে
ধনীর দানের জেলাপী-সিন্নী আর প্রসাদ,
তবে কার তরে রেখে দাও বল
তোমরা মোল্লা-পুরোহিতরা
ঐ ধনীর দান জেলাপী-সিন্নী আর প্রসাদ ?

হে মোল্লা-পুরোহিত ভাই!
ভুখারী থাকে ভুখা পেটে সদা এই পৃথিবীর বুকে
পেট আর পিঠ যায়না বুঝা অনাহারে ভোগে।
চারপাশে এতো ভুখারি থাকে ভুখা পেটে
তবুও কেনো দেখি আজও আমি
তোমাদের মোল্লা-পুরোহিতদের পেট থাকে
বুক হতে এক হাত উচুতে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!