ইতিহাসের এই দিনে: ১৪ জুলাই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৪ জুলাই, ২০১৭, শুক্রবার। ৩০ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৫ত(অধিবর্ষে ১৯৬তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৮৯ খ্রিস্টাব্দের এই দিনে বাস্তিল দুর্গের পতনের ভিতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের প্রথম মেশিনগান তৈরী হয়।

১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে বিজ্ঞানী আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে হাওয়াইতে প্রথম বানিজ্যিক বিমান চালু হয়।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে সালভাদরের কাছে একটি ম্যাচ হারের পর হন্ডুরাস ও সালভাদরের অভিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাধে।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত হয়।

জন্ম

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮ তম প্রেসিডেন্ড জেরাল্ড ফোর্ড জন্মগ্রহণ করেন।

১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে নভোচারী রবার্ট ওভেরম্যায়ার জন্মগ্রহণ করেন।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ড দলের ফুটবলার অড্যাম জনসন জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১২২৩ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!