ইতিহাসের এই দিনে: ২২ সেপ্টেম্বর

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২২ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার। ০৭ আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৪ তম (অধিবর্ষে ২৬৫ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৪৯৯ খ্রিস্টাব্দের এই দিনে বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৫৯৯ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।

১৭১১ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি সেনাবাহিনী রিও ডি জেনিরো দখল করে।

১৭৩৫ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করেন রবার্ট ওয়ালপোল।

১৭৯২খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে ও জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৮২৮ খ্রিস্টাব্দের এই দিনে বর্তমান দক্ষিণ আফ্রিকায় জুলু সাম্রাজের প্রতিষ্ঠাতা শাকা তার বৈমাত্রিয় দুই ভাইয়ের হাতে নিহত হয়েছিলেন।

১৮৬০ খ্রিস্টাব্দের এই দিনে ঔপনিবেশিক শক্তি বৃটেন ও ফ্রান্সের সাথে চীনের যুদ্ধ শুরু হয়।

১৮৬২ খ্রিস্টাব্দের এই দিনে আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে নিউ ইয়র্কে সংগীত পরিবেশন করেন বব ডিলান।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করেছিল।

১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ায় চরম সাংবিধানিক সংকট শুরু হয়।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে পোল্যান্ডে কমিউনিস্ট প্রভাবিত গণতান্ত্রিক বাম জোট নির্বাচনে জয়ী হয়।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

জন্ম
১৭৯১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী।

১৮০০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জর্জ বেনথাম।

১৮৪২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওসমানীয় সাম্রাজ্যের শাসক আবদুল হামিদ (দ্বিতীয়)।

১৮৮৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা এরিক ভন স্ট্রোহেইম।

১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ ফজলে রাব্বি।

১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেই।

মৃত্যু
৭১৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন দামেস্কের সম্রাট সুলায়মান।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ‘কমিউনিস্ট মেনিফেস্টো’র প্রথম বাংলা অনুবাদক সৌমেন্দ্রনাথ ঠাকুর।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোট।

২০০৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!