ইতিহাসের এই দিনে: ২৯ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২৯ জুন, ২০১৭, বৃহস্পতিবার। ১৫ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮০ত(অধিবর্ষে ১৮১তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬১৩ খ্রিস্টাব্দের এই দিনে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

১৭৫৭ খ্রিস্টাব্দের এই দিনে লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।

১৮০৭ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।

১৮১৭ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস করা হয়।

১৮৬৮ খ্রিস্টাব্দের এই দিনে প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে নরওয়েতে মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয়।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।

১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা করা হয়।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে জায়ার স্বাধীনতা লাভ করে।

১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।

জন্ম

১৩২৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম মুরাদ, তিনি ছিলেন উসমানীয় সুলতান।

১৭৯৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিয়াকমো লেওপারডি, তিনি ছিলেন ইতালিয়ান কবি ও দার্শনিক।

১৮৪৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই ওয়িটে, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ।

১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোথেলস, তিনি ছিলেন পানামা খালের মার্কিন প্রকৌশলী।

১৮৬৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনি ছিলেন শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর।

১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট সচুমান, তিনি ছিলেন লুক্সেমবার্গ বংশোদ্ভূত ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্টোইনে সাইন্ট-এক্সুপেরয়, তিনি ছিলেন ফরাসি কবি ও পাইলট।

১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নার্ড হেরমান, তিনি ছিলেন আমেরিকান সুরকার ও কন্ডাকটর।

১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেদরিক দার্দ, তিনি ছিলেন ফরাসি লেখক।

১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারা উইলিয়ামস, তিনি ছিলেন একাডেমী অ্যাওয়ার্ড বিজয়ী আমেরিকান অভিনেত্রী।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ, তিনি ছিলেন কুয়েতের শাসক ও ৩য় আমির।

১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরিয়ানা ফালাচি, তিনি ছিলেন ইতালিয়ান সাংবাদিক ও লেখক।

১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অজিত রায়, তিনি ছিলেন বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক এর জন্ম।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা, তিনি শ্রীলংকার রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেওভেগিল্ডো লিন্স ডা গামা জুনিয়র, তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার, কোচ ও ম্যানেজার।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুরবাঙ্গুলয় বেরডিমুহামেডও, তিনি তুর্কমেনিস্তানের ডেন্টিস্ট, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ডি. যামকা, তিনি আমেরিকান কর্নেল, পাইলট ও মহাকাশচারী।

১৯৬৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ এলেরয় হালে, তিনি ছিলেন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ও সাংবাদিক।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলেইখা রবিনসন, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলে সচেরযিঙ্গের, তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথেরিন জেনকিনস, তিনি বিখ্যাত ইংরেজ গায়িকা।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এভার ম্যাক্সিমিলিয়ানো দেভিদ বানেগা, তিনি ফরাসি ফুটবলার।

মৃত্যু

০২২৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন কাও পী, তিনি ছিলেন চীনা সম্রাট।

১৫২০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মোন্টেযুমা, তিনি ছিলেন অ্যাজটেক শাসক।

১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ বারেট ব্রওনিং, তিনি ছিলেন ইংরেজ কবি।

১৮৭৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত, তিনি ছিলেন উনিশ শতকের একজন বাঙালি কবি।

১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন এডলফ মন্টিসেলি, তিনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত চিত্র শিল্পী।

১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন রস্কো আরবুকলে, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইগনাচয় জান পাডেরেওস্কি, তিনি ছিলেন পোলিশ পিয়ানোবাদক, সুরকার, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন থেমিস্টক্লিস সফউলিস, তিনি ছিলেন গ্রিক রাজনীতিবিদ ও ১১৫ তম প্রধানমন্ত্রী।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্স পেচস্টেইন, তিনি ছিলেন জার্মান চিত্রকর।

১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন দামেদার কোশাম্বী, তিনি ছিলেন খ্যাতনামা বৌদ্ধ ধর্ম বিশারদ।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বোদিয়াফ, তিনি ছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।

১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লানা টার্নার, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন উলাহ্‌-ইয়োহান ডাল, তিনি ছিলেন নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।

২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মারগেরিতা হ্যাক, তিনি ছিলেন ইতালীয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও লেখক।

২০১৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ মাসোপুস্ট, তিনি ছিলেন চেক ফুটবলার ও কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!