নিউইয়র্কে ‘ইনফিনিটি’ অ্যাওয়ার্ড পেলেন শহিদুল আলম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্টারন্যাশনাল সেন্টার ফটোগ্রাফি (আইসিপি) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইনফিনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশে আলোকচিত্রী শহিদুল আলম।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্টারন্যাশনাল সেন্টার অব ফটোগ্রাফির বার্ষিক অনুষ্ঠানে শহিদুল আলমের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। স্পেশাল প্রেজেন্টেশন ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন। এবার শহিদুল আলমসহ পাঁচজন এ পুরস্কার পেয়েছেন।

আইসিপি ১৯৮৫ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে। আলোচিত্রে অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়।

শহিদুল আলম আলোকচিত্রী হিসেবে প্রথম পুরস্কার লাভ করেন ১৯৮৩ সালে। এরপর আমেরিকার বিখ্যাত মাদার জোনস পুরস্কারসহ সম্মানজনক অনেক আন্তর্জাতিক পুরস্কার জমা পড়ে তার ঝুলিতে।

গত বছর নিরাপদ সড়ক আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত বছরের ৩ ও ৪ আগস্ট রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসেছিলেন শহিদুল হক।

ওই আন্দোলনের বিষয়ে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের সমালোচনাও করেন। এর পরের দিন ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে তুলে নেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিজিটাল নিরাপত্তা আইন হওয়ার পর ৬ আগস্ট পুলিশ তাকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকার পর গত বছরের ২০ নভেম্বর জামিনে মুক্তি পান শহিদুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!