ইউনাইটেড হাসপাতালের ডাক্তারের ‍‘আত্মহত্যা’

 

বিশেষ প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের শিশুরোগ বিভাগের এক ডাক্তার খোরশেদ আলম (৪১) পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে থাকতেন পারেন বলে ধারণা করছে পুলিশ।

তিন দিন আগে গত ২২ এপ্রিল নিজের শরীরে ‘ইনজেকশন পুশ’ আত্মহত্যার চেষ্টা করলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কর্মস্থল হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রাত সাড়ে ১২টায় মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।

খোরশেদ আলম উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি বাড়ির চারতলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার অন্তর্গত দাইন্যা ইউনিয়নের আলিশাকান্দা গ্রামে। পিতা-মাতার একমাত্র সন্তান ডাঃ খোকন M-32 ব্যাচের ছাত্র হিসাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হতে কৃতিত্বের সাথে পাশ করে “ইউনাইটেড হসপিটাল লিমিটেড “, ঢাকায় এ যাবৎকাল কর্মরত ছিলেন। মারাত্বকভাবে অসুস্থ্য তথা জ্ঞান হারিয়ে একই হাসপাতালে Intensive Care Unit (আইসিইউ) এ Life Support-এ ছিলেন। ডাঃ খোকন এর পিতা-মাতা বয়ঃবৃদ্ধ তথা অসুস্থ্য এবং তার তিনটি নাবালক সন্তান রয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, গত ২২ এপ্রিল বিকেলে খোরশেদ আলম নিজের শরীরে ‘ইনজেকশন পুশ’ করে ‍আত্মহত্যার চেষ্টা করেন। ওই সময় তার ‍পরিবার ‍তাকে মুমূর্ষু অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে। দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার মারা গেলেন তিনি।

পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে খোরশেদ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!