দেশে টিকার কোন অভাব হবেনা : খাদ্যমন্ত্রী

 

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বেড়েছে। আর সে কারণে টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভীড় বেড়েছে। দেশে টিকার কোন অভাব হবেনা।

পর্যায়ক্রমে দেশের সকলের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১১আগস্ট) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির’ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দেশে করোনা নিয়ন্ত্রন আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে। করোনা নিয়ন্ত্রন আজ এমনেই নেই। এটার পিছনে কাজ করতে হয়েছে।

সমালোচনাকারীরা শুধু সমালোচনা করতে পারে, সমালোচনাকে উর্দ্ধে রেখে সঠিক ভাবে কাজ করলে এর সফলতা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!