মোঃ সাইফুল ইসলাম এর কবিতা- নীল কষ্ট

নীল কষ্ট
মোঃ সাইফুল ইসলাম

নীল কষ্টের আহাজারি
কাদে আসমান কাদে জমিন।
সন্তপর্নে বিষ হজমের
অব্যর্থ চেষ্টায় বেদনায় নীলাভ।
বসন্তের হীমেল সমীরনে,অজস্র
মাতাল মহুয়ার ঝরে যাওয়ার কষ্ট।
কুহেলিকার নিপুন যতনে পল্লবে
সঞ্চারিত শিশির উবে যাওয়ার কষ্ট।
অজস্র কষ্টের হাতছানিতে কষ্টের
ফেরিওয়ালার নিঃস্ব হওয়ার কষ্ট।
মরুর প্রান্তে তপ্ত বালুকায় এক
ফোট জল আহাজারি কষ্ট আরো।
ফিরিঙ্গী! লুটতরাজ অবুজ শিশু
বুকফাটা আর্তনাদ ব্যাখ্যাহীন কষ্ট।
তীলে তীলে অব্যক্ত অবগুণ্ঠিত
মনকঠুড়িতে কয়েদ কষ্টের কয়েদী।
অট্টহাসিতে ফেটেপড়া লস্কর, জমানো
ক্রোধের অগ্নিতে ভস্মীভূত কষ্টের ছাই।
চারিপাশের বায়ুতে লালসার বিষক্রিয়া
নীল কষ্টের ক্রিয়ায় বিষ আজ অমৃত।
কষ্টের নদীতে অবগাহন, অশান্ত ভূলোক
অভূক্ত অস্থিসার শুন্য মানুষের মিছিল।
অন্থহীন কষ্টে দানাবাঁধা নীলে নীলাম্বর
নক্ষত্রের পতন নব নক্ষত্রে উদয়।
কষ্টের পরীখায় নব সৈনিক গুনছে
প্রহর শুভ্র দিনের সূচনার প্রতীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!