ফাইনালে ‘মাশরাফি ভিক্টোরিয়ানস’
সাকিব আল হাসানের জন্য দিনটি আনন্দের, আবার বিষাদেরও!
২০১২ সালের এই দিনে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন। গতকাল ছিল সাকিবের তৃতীয় বিবাহবার্ষিকী। নিঃসন্দেহে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনারের জন্য দিনটি ছিল আনন্দের।
বিপিএলের তৃতীয় আসরের সেমিফাইনালে কাল রংপুর রাইডার্সকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচে ব্যাটে-বলে ‘সুপার ফপ’ ছিলেন সাকিব। দলের পরাজয় ও নিজের বাজে পারফরম্যান্স, রংপুরের অধিনায়কের জন্য দিনটা বিষাদময়-ই হওয়ার কথা!
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। স্বাভাবিকভাবেই কুমিল্লা-রংপুরের মধ্যেকার ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। একপেশে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা কুমিল্লা সাত উইকেটে ১৬৩ রান তুলেছিল। জবাবে ৯১ রানে অলআউট রংপুর। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, উইকেট খুব কঠিন ছিল। এই উইকেটে ১৩০-১৩৫ রানই যথেষ্ট। কিন্তু আমরা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি রান করেছি। রংপুরের অধিনায়ক সাকিব বললেন, আমার বিশ্বাস ওদের রান ১৬০-এর বেশি হওয়ার পর আমাদের খুব কম প্লেয়ারই বিশ্বাস করতে পেরেছে যে, এটা চেজ করতে পারব।
উইকেট কঠিন ছিল, এটা সত্য। তবে সে উইকেটেই ব্যাটে আলো ছড়িয়েছেন ইমরুল কায়েস, লিটন দাস ও আজহার জাইদি। উদ্বোধনী জুটিতে ইমরুল-লিটন মিলে দলীয় স্কোরকার্ডে ৭৯ রান জমা করেন। লিটন আউট হয়েছেন ২৮ রানে। ইমরুল ফিরেছেন ৪৮ বলে ৬৭ রানে। তবে জাইদি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। মিরপুরে রংপুরের বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালিয়েছেন তিনি। ১৫ বলে চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪০ রান করেছেন কুমিল্লার এই পাকিস্তানি অলরাউন্ডার। ইমরুল-লিটন-জাইদির দিনে বৃথা গেছে থিসারা পেরারার অমন দুর্দান্ত বোলিং পারফরম্যান্স! ইনিংস শেষে রংপুরের এই লংকান পেসারের বোলিং বিশ্লেষণ ছিল ৪-০-২৬-৫।
১৬৪ রানের টার্গেট দেখে রংপুরের ব্যাটসম্যানরা আগেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, এমনটাই তো জানিয়েছিলেন সাকিব আল হাসান। রংপুরের অধিনায়কের ধারণাটা ঠিকই! ৪৫ রানে চার উইকেটের পতন, সাকিবদের ম্যাচ থেকে আগেই ছিটকে দেয়। সর্বোচ্চ ২৫ রান করেন সিমন্স। তবে শুধু রংপুরের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের ঘাটতিকেই হারের জন্য দায়ী করা যাবে না। কুমিল্লার জয়ে বড় অবদান রেখেছেন আবু হায়দার রনি ও আজহার জাইদি। পেস-স্পিন আক্রমণে রংপুরের ব্যাটসম্যানদের মেরুদ- ভেঙে দিয়েছেন তারা। দুজনেই সম্ভাবনা জাগিয়েও হ্যাটট্রিক করতে পারেননি। তবে রনি ও জাইদি দুজনেই পেয়েছেন চারটি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জাইদি। অন্যদিকে কোনো পুরস্কার না পেলেও রনির মুখে তৃপ্তির হাসি। সাকিবকে টপকে বিপিএলের তৃতীয় আসরের সর্বোচ্চ উইকেট শিকারি এখন কুমিল্লার ১৯ বছর বয়সী বাঁ-হাতি এই পেসার। ১১ ম্যাচে রনির শিকার ২১ উইকেট। সমানসংখ্যক (১৭) উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন থিসারা পেরারা ও সাকিব আল হাসান।
কুমিল্লার কাছে হারের কারণ জানাতে গিয়ে সাকিব বলেন, আমরা বোলিং ও ব্যাটিং কোনো বিভাগেই ভালো খেলতে পারিনি। বল হাতে ৪ ওভারে ৪২ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। ব্যাট হাতে এক বলে শূন্য রান। গুরুত্বপূর্ণ এমন ম্যাচে ব্যর্থ সাকিব। নিজের বোলিং নিয়ে মন্তব্য না করলেও ব্যাটিং নিয়ে তিনি বলেছেন, ছয় হলে সবাই বলত গুড শট। সত্যি বলতে বাজে শট খেলে আউট হয়েছি। হয়তো আরও চিন্তা করে ব্যাটিং করা যেত। সাকিব জানান, শুরুতেই কুমিল্লার ২-১টি উইকেট নিতে পারলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। অবশ্য সেমিতে হারলেও এখনো ফাইনাল খেলার সুযোগ রয়েছে রংপুরের। টেবিলের দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করায় ফাইনাল খেলার ‘বাড়তি’ সুযোগ পাচ্ছেন সাকিববাহিনী। আজ দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে রংপুর খেলবে বরিশাল ও ঢাকার মধ্যেকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে। সাকিব জানিয়েছেন, তারা প্রস্তুত। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে কালকের (আজ) ম্যাচে।
ফাইনাল নিশ্চিত হওয়ায় খুশি মাশরাফি। কুমিল্লার অধিনায়ক বলেছেন, আমরা ফাইনাল খেলতে পারছি, এটা অনেক বড় স্বস্তি। এ ধরনের টুর্নামেন্টে অনেক প্রেসার থাকে। বাইরের প্রেসার বেশি থাকে। তাছাড়া এখনো একটা ম্যাচ বাকি আছে। চ্যাম্পিয়ন হওয়া তো পরে। তবে ফাইনালে যাওয়ায় এই মুহূর্তে ভালো লাগছে।
তৃতীয় বিবাহবার্ষিকীর দিনে ভালবাসার আবেগঘন একটি বার্তা পেয়েছেন সাকিব আল হাসান! নিজের ফেসবুকে পোস্ট করা শিশিরের সেই বার্তাটি বিশ্বসেরা অলরাউন্ডারের হৃদয়কে নিশ্চয় রাঙিয়ে দিয়েছে। স্ত্রীর ভালবাসা আজ সাকিবকে স্বরূপে ফেরাতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।