জি. আর. হায়দার এর কবিতা-সময়ের ভাবনা

“সময়ের ভাবনা”
-জি. আর. হায়দার

কোলাহল নেই তো আজ
নিরিবিলি শহর
চুপটি করে বসে আছি
কাটে না যে প্রহর।
ক্ষণিকের দুনিয়ায় এসে
প্রভু ভুলে গেলাম
মিছে দুনিয়ার পিছু ঘুরে
আসলে কি পেলাম…!
আসা-যাওয়ার মাঝখানে
যেটুকু সময় পাই
হেসেখেলে চলছি ভবে
হুঁশ আমার নাই।
ভাবতে ভাবতে বেলা গেল
ভাবনার নেই শেষ
হঠাৎ করে যাবো চলে
অচিন পুরের দেশ!
বন্ধুবান্ধব আত্মীয় স্বজন
আপন হবে পর
নির্দ্বিধায় রেখে আসবে
কবরের ভিতর!
সহায়সম্বল না থাকিলে
কঠিন বিপদ হবে
পরপারে নিজেকে নিয়ে
সবাই ব্যস্ত রবে।
জ্ঞানী জনে ভুল করেনা
সময়মতো ভাবে
অসময়ে কাঁদলে তুমি
বলো কি আর পাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!