সেলিনা জাহান প্রিয়ার কবিতা- অপেক্ষার চন্দ্রস্নান

 

অপেক্ষার চন্দ্রস্নান
—————–সেলিনা জাহান প্রিয়া

 

উজান স্রোতের অভিমান ভেঙে যায় চন্দ্রস্নানে এ মন
বিচ্ছেদের স্মৃতি পড়ে রয় বিরান প্রান্তরে পথের ধূলতে
উত্তরের অপেক্ষায় নীরব রাতের ছায়াপথে আল্পনা রয়
নির্বিশঙ্ক অভিলাষ ঝড়ে আঁচলের রং মলিন করে অপেক্ষা।
একাকীত্বের লতাগুল্ম গুলো দুরত্বের হিসাব মুছে দিয়ে
আপন ঠিকানা গড়ে নিয়েছে আমার চারপাশ ঘিরে।
খুঁজে পাবার ইচ্ছে হলে উজান স্রোতের জলে এসো
অপেক্ষার ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ গুলো থেমে যাবে।
কোথায় যেন খাঁ খাঁ করে শূন্য এক বেদনার নদী জলহীন
ক্লান্তিহীন জীবনের ভাঙা গড়া দেখি, সবসময় অনন্তকাল।
মাঝে মঝে তুমি মিশে যাও আমার বেদনার জলে প্রতিদিন
নীল সাদা জলজল আলো জানিয়ে দেয় ওপারে কেউ আছে।
শুধু তোমার সেই শেষ দুটি কথা আর চোখ মনে পড়ে,
আমি শুধু তোমার এক জোড়া চোখের ভেতরে স্বপ্ন দেখি
কখনও বলতে ইচ্ছে করে”আকাশটা তুমিহীনা বড় মেঘলা”
গর্ব করে বলি আমি তোমায় বেহিসেবী ভালবাসি অরন্য।
এ পথ চলাটা থামবেনা চূড়ান্ত লক্ষ্যে না যাওয়ার পর্য্যন্ত
উজান স্রোতের অপেক্ষায় নীরব রাতের ছায়াপথে আমি
শুধু তুমি আর আমি কেবল আমরা দুজন লক্ষ্যহীন এ পথ
বৃষ্টিস্নাত হাটছি অনেকটা পথ পাড়ি দিতে হবে জল পথে।
প্রতি মুহূর্তে হারিয়ে গেছি তোমার পৃথিবীতে হাতটা একটু ধরে
আমি চাই তুমিও ঠিক সেভাবেই আমার হও,ঠিক সেইভাবে
বেঁচে থাকতে আলো আর বাতাস লাগেনি কারো কোনোদিন!
বেঁচে থাকতে লাগে একটু খানি নিঃশ্বাস, তুমি তো জানো”
দিন শুধুই বর্ণহীন প্রাচীন আধার অমাবস্যায় অভিলাষ
শেষপর্যন্ত ঝড়েই গেল প্রেমের বর্ণহীন ফুল পাতা বাকল
জীর্ণা কাঠ পোকারা থাকবে আলপনার কাব্য লিখে বুকে
চন্দ্রস্নানে নিশিতে আইসো তুমি রঙ্গিলা নায় পাল তোলে।।

01

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!