অপেক্ষা

অপেক্ষা
সিয়াম ইকবাল
অপেক্ষা হলো কোনো কিছুর জন্য প্রতীক্ষা করা
কোনো বিশেষ মুহূর্তে বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে
তার ফল প্রাপ্তির আশায় বসে থাকা।
কখন যে সে প্রতীক্ষার পালা শেষ হবে !
এরকম রমজানের সাওম পালনের পর
প্রত্যেকে অপেক্ষমাণ থাকে কখন যে আসবে ঈদ
অবশেষে যখন ঈদ আসে
তখন সকলের অপেক্ষার অবসান ঘটে।
এইদিনে সকলের মানস থাকে উৎফুল্ল,অামোদজনক
সকলের ওষ্ঠাধরে থাকে প্রফুল্লতা,
একে অপরের প্রতি প্রকাশ করে সৌজন্যতা।
নাড়ির টানে শহর ছেড়ে গ্রামে চলে আসে অসংখ্য জনতা
তাদের প্রিয়জনদের দিদিক্ষার আশায়
প্রিয়জনরাও প্রতীক্ষমাণ থাকে তাদের দেখার জন্য।
অার এখানেই লুকিয়ে আছে প্রিয়জনদের প্রতি অগাধ ভালোবাসা।
এভাবেই কোনো প্রতীক্ষিত ফল প্রাপ্তির পরক্ষণে হয়
                       অপেক্ষার আসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!