সৈয়দপুরে শিক্ষার্থীর টিফিনের টাকা আর্তমানবতার সেবায়

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার সৈয়দপুরের ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের খাবারের টিফিনের টাকা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্ত মানবতার সেবায় দান করলো৷
আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের চত্বৱে এগিয়ে এসো আর্ত মানবতার সেবায় সংগঠনের পক্ষ হতে বক্স রেখে ওই টাকা সংগ্রহ করা হয়৷
ওই সময় স্কুলের প্রায় পাঁচশতধিক ক্ষুদে শিক্ষার্থী স্ব-ইচ্ছায় তাদের টিফিন খাবারের টাকা দান করেন৷
সেসময় ক্ষুদে শিক্ষার্থীর পাশা পাশি অভিভাবকদেরও আর্ত মানবতার সেবায় রাখা বক্সে টাকা দান করতে দেখা গেছে৷
 এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ মোঃশাহাবাত আলী সাব্বু জানান,বার্মার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে পালিয়ে আসা বাংলাদেশের চট্রগ্রামে আশ্রায় নেওয়া রোহিঙ্গাদের সেবায় ওই টাকা ব্যয় হবে ৷
তিনি আরো বলেন,রোহিঙ্গা শিশুদের প্রতি সমবেদনা দেখাতে শিক্ষার্থীরা ওই টাকা দান করছে৷ রোহিঙ্গাদের আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন বক্সটি স্কুল চত্বরে মঙ্গলবার পর্যন্ত থাকবে বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!