আজ জনপ্রিয় নায়ক আলমগীরের জন্মদিন

 

সম্পাদকীয় ডেস্ক  ।  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা আলমগীর ১৯৫০ সালের ৩ এপ্রিল এইদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন। আলমগীর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়ন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। তাকে মহানায়ক আলমগীর হিসেবেও অভিহিত করা হয়।

আলমগীর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আমার জন্মভূমি‘। এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৮৫ সালে ‘মা ও ছেলে‘ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৮৬ সালে তিনি প্রথম ‘নিষ্পাপ‘ ছবি নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্দেশনায় নির্মিত সর্বশেষ ছবি হচ্ছে ‘নির্মম‘। তিনি চলচ্চিত্রে গানও গেয়েছেন। আলমগীরের পিতা আলহাজ কলিম উদ্দিন আহমেদ (দুদু মিয়া) ছিলেন ‘মুখ ও মুখোশ‘ ছবির অন্যতম একজন প্রযোজক।

আলমগীর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘আমার জন্মভূমি’, ‘দস্যুরানী’, ‘চাষীর মেয়ে’, ‘জয় পরাজয়’, ‘হাসি কান্না’, ‘লাভ ইন সিমলা’, ‘জাল থেকে জ্বালা’, ‘শাপমুক্তি’, ‘গুন্ডা’, ‘মাটির মায়া’, ‘মণিহার’, ‘লুকোচুরি’, ‘হীরা’, ‘মমতা’, ‘মনের মানুষ’, ‘রাতের কলি’, ‘মধুমিতা’, ‘হারানো মানিক’, ‘মেহেরবানু’, ‘কন্যাবদল’, ‘কাপুরুষ’, ‘শ্রীমতী ৪২০’, ‘জিঞ্জির’, ‘বদলা’, ‘সাম্পানওয়ালা’, ‘কসাই’, ‘প্রতিজ্ঞা’, ‘লুটেরা’ প্রভৃতি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

এই চিরসবুজ নায়কের জন্মদিনে কাগজ২৪ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!