শাহিন মামুন এর কবিতা- আলোর আধারে শিশু

 

 

 

আলোর আধারে শিশু
শাহিন মামুন

ঘুমিয়ে পড়েছে যেনো আজ
পৃথিবীর সব আবেগ
সাথে ঘুমিয়ে পড়েছে যেনো আজ পৃথিবীর
সব মানুষের বিবেক।
আকাশ যেনো হারাচ্ছে তার নীল রং
ক্ষনিকের মাঝেই যেনো তার
কালো মেঘের আধার।
ব্যস্ত শহরের পিচ ঢালা উত্তপ্ত রাস্তার পাশে
নয়তো বা ডাস্টবিনের ময়লা স্তুপের মাঝে
অসভ্য নর-নারীর আসক্তির ভারে
জন্মের আগেই দেখি নিষ্পাপ শিশুদের
আধো ফুটন্ত দেহের লাশের পর লাশ।
অতপর! নি:শব্দ মৃত শিশুদের মিছিল আর স্লোগান-
কে আমার বাবা! কে আমার মা?
আমি শিশু কেনো আজ জন্মের আগেই মৃত?
আর আমি শিশু কেনো আজ তুমি মায়ের বুকে না থেকে
শুধুই শেয়াল-কুকুর আর চিল-শকুনের খাবার?
আমি তো ছিলাম সুখে স্বর্গের বুকে
তবে কেনো পৃথিবীর বুকে এসেও পৃথিবীর আলো দেখার
সৌভাগ্যটুকু আমার কপালে না জুটে?
লজ্জা ছিলো কোথায় সেইদিন মা গো তোমার
যেইদিন তুমি নিজের একটু তৃপ্তীর জন্যে
লাজ লজ্জা ভুলে লিপ্ত ছিলে ব্যাভিচারে
পর পুরুষের সাথে।
লজ্জা ছিলো কোথায় সেইদিন মা গো তোমার
যেইদিন তুমি কুমারী নারী হয়েও
আমি শিশুকে নিয়েছিলে তোমার উদর মাঝে
নিজের ভালোবাসার পরীক্ষা দিতে
পর পুরুষের ভোগ্য পণ্য হয়ে?
ধিক্কার মা গো তোমায়! ছি: ছি: ছি:!
পৃথিবীর বুকে এতো আলো, তবুও আমায় কেনো
আলোর আধারেই রেখে গেলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!