গোপালপুরের নগদা শিমলা ইউপি’র উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শক্তিশালী, কার্যকর ও জবাবদিহি মূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় পরিষদ ভবনে উক্ত বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের নবাগত প্যানেল চেয়ারম্যান সাদিয়া আফরিন সুমা’র সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. আ. কদ্দুছ। তিনি মোট ৭০ লাখ ১০ হাজার ০৫ শত ২০ টাকা আয়, ৬৯ লাখ ৪০ হাজার ০১ শত ০৪ টাকা ব্যয় ও ৭০ হাজার ০৪ শত ১৬ টাকা উৎবৃত্ত সংবলিত বাজেট উপস্থিত জনগণের সামনে উপস্থাপন ও বাজেট সংবলিত লিখিত সিট সকলের মাঝে বিতরণ করেন। ইউপি সদস্য মো. আরমান আলীর সঞ্চালনায় আলোচনায় অংশনেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শ্রী অমরেন্দ্রনাথ সরকার, নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল ছালাম, সাবেক ইউপি সচিব আলহাজ্ব আ. সামাদ ও ইউপি সদস্য মাজহারুল ইসলাম (বেলাল) প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যানের স্বামী ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক, আব্দুল হামিদ ভোলাসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!