উন্নয়নশীল দেশ হওয়ায় করের হার বাড়বে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মঙ্গলবার দুপুরে সিলেট নগরের মেন্দিবাগে এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় করের হার বাড়বে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় বেশ কিছু বিদেশি সুবিধা কমবে। সেক্ষেত্রে করের হার বাড়বে। তিনি বলেন, মানুষকে কষ্ট না দিয়ে রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টি করে করজাল বাড়ানোর মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো হবে।

এখন থেকে আর্থিক সুবিধার পরিবর্তে বহির্বিশ্ব থেকে বাংলাদেশ শুধুমাত্র লোন (ঋণ) আনবে জানিয়ে মুহিত বলেন, তবে উন্নয়নশীল দেশ হওয়ায় যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা ভালোভাবেই মোকাবলা করব।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নির্বাচনী বছরে জিডিপির হার কমানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!