লাইট হাউস ডিআইসির উদ্যোগে এইচআইভি প্রতিরোধে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

 

 

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গ্লোবাল ফান্ডের অর্থায়নে লাইট হাউস সিরাজগঞ্জ ডিআইসির উদ্যোগে সেন্সিটাইজেশন সভা সমাজের ঝুঁকিপূর্ণ ‘‘এমএসএম ও হিজড়া’’ জনগোষ্ঠীকে এইচআইভি মুক্ত রাখার লক্ষ্যে এবং সুস্থ-সুন্দর জীবন যাপনে অভ্যস্থ করতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে সিভিল সার্জন সম্মেলন কক্ষে ২৪ মে বুধবার ডিআইসি ম্যানেজার মোঃ জিয়াউল হকের সঞ্চায়নায় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের ডিপুটি সিভিল সার্জন ডা. মোঃ শাহজাহান আলী ।
আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইমান আলী, সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট মোঃ আব্দুল জব্বার, অশোক ব্যানার্জী, পৌর কাউন্সিলরগণ সহ উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ সভায় বক্তব্য রাখেন। সভায় সকলে একমত পোষন করে বলেন এইচআইভি ও এইডস (ঐওঠ ্ অওউঝ) প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। স্ব স্ব জায়গায় থেকে পরিবার, সমাজ, স্কুল, কলেজ, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। বিশেষ করে সমাজে বসবাসরত হিজড়া জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং সব ধরনের সমস্যায় তারা পাশে থেকে তাদের সহযোগিতা করবেন তবে সরকারের প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক লাইট হাউস কর্তৃক বাস্তবায়িত প্রকল্পটি সময়পোযোগী বলে আখ্যায়িত করেন। তিনি বলেন হিজড়াদের সার্বিক সহযোগিতা যেমন দরকার। লাইট হাউস-সহ অন্যান্য প্রতিষ্ঠানকে হিজরা, এমএসএমদের আচরন পরিবর্তন ও চিকিৎসার সাথে সকল স্তরের কাজ করতে হবে। শহরের হিজড়াদের প্রশিক্ষণ/পুর্নবাসন করা যায় কিনা সে বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন। তাদের পরিবারকে ইতিবাচক ভুমিকা রাখার পাশাপাশি হিজড়াদের শিক্ষার প্রতি ও পরিবারভ’ক্ত রাখার ব্যবস্থা করা এবং সৌহার্দ্য পূর্ণ আচরণের মাধ্যমে সমাজের সাথে বসবাস করার সুযোগ তৈরি করতে হবে পাশাপাশি এইচআইভি,এইডস প্রতিরোধ করতে হবে। ডিপুটি সিভিল সার্জন, তাঁর বক্তব্যে এইচআইভি এইডস প্রতিরোধে শুধু এমএসএম এবং হিজড়া জনগোষ্ঠি নয় তাদের পাশা পাশি সমাজের প্রত্যেক মানুষকে এইচআইভি,এইডস ও টিবিসহ প্রতিরোধের উপায় জানা থাকা একান্ত প্রয়োজন। তাই আমরা এই বিশাল সেবামুলক কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই এইডস প্রতিরোধে অংগ্রহন করার আহবান জানান। টাঙ্গাইলেও সংস্থাটির কার্যক্রম চালু রয়েছে।

unnamed১


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!