অবশেষে বহুল আলোচিত বড়পুকুরিয়া কোল মাইনিং এর এমডিকে অপসারণ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম নুরুল আওরঙ্গজেবকে অবশেষে অপসারণ করা হয়েছে। অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের ধর্মগ্রন্থের উপর হাত দিয়ে শপথ করানো ও দুর্নীতির অভিযোগে তাকে খনির এমডি’র পদ থেকে অপসারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ঠ সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে নুরুল আওরঙ্গজেবকে বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালক থেকে তাৎক্ষনিক অপসারণ করে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়। সেই সাথে বড়পুকুরিয়া খনির মহাব্যবস্থাপক (মার্কেটিং) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার প্রকৌশলী হাবিব উদ্দীন আহমেদ এই দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম নুরুল আওরঙ্গজেবকে অপসারণ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ১৯ জানুয়ারি একটি অভিযোগ দাখিল করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক নুরুল আওরঙ্গজেব বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে কেউ যাতে মুখ না খোলে সেজন্য গত রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে পবিত্র কুরআন শরীফ ও গীতার উপর হাত দিয়ে শপথ করান। বিষয়টি বিভিন্ন জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে পেট্রোবাংলার চেয়ারম্যানসহ সরকারের উপর মহল বিষয়টি জানতে পারায় তাৎক্ষনিকভাবে তাকে অপসারণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!