খানসামার পশ্চিম হাসিমপুরে অ-অনুমোদিত ব্যাটারী গলানো কারখানায় এলাকাবাসী অতিষ্ট।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের ১নং ওয়ার্ড অন্তর্গত বাবু পাড়া যাওয়ার রাস্তায়  কিছু লোক ব্যাটারী পুড়িয়ে পরিবেশ দূষিত করছে। ঘটনাসূত্রে জানা যায়, গত তিন মাস পূর্বে হঠাৎ করে কিছু লোক বগুড়া -গাইবান্ধা থেকে আসে এবং পুলহাট থেকে বাবু পাড়া যাওয়ার রাস্তায়, নদীর পাড়ে ফাঁকা স্থানে টিন দিয়ে প্রায় ৫/৬ শতক জমিতে বেড়া ও একটি ঘর নির্মাণ করে।  এলাকাবাসী প্রথম অবস্থায় বুঝতে না পারলেও দশ বারো দিন পর বিকট গন্ধ পায়। তারা বুঝতে সক্ষম হয় ঐ স্থানে কিছু পোড়ানো হয় যার বিকট গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, দিনের বেলা ঘেরা স্থানে তালা দেওয়া থাকে।  এলাকাবাসী আরো জানায় দিনের বেলা উক্ত লোকজন বিভিন্ন স্থান থেকে পুরাতন, ভাঙ্গা ব্যাটারী  সংগ্রহ করে এবং চার্জার ভ্যান, পিকাপে করে সন্ধাবেলা থেকে রাতে নিয়ে আসে। অতপর: গভীর রাতে এগুলো পুড়িয়ে এর মধ্যে থাকা সীসা সংগ্রহ করে। প্রতি রাতেই অসহনীয় দূর্গন্ধের সৃষ্টি হয়। ফলে এলাকার শিশু থেকে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা ফুসফুস জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!