সেলিনা জাহান প্রিয়া’র কবিতা- কল্পনার গল্প।

 

 

কল্পনার গল্প
।। সেলিনা জাহান প্রিয়া ।।

নাকের নাক ফুল আর কানের দুল,
দুটোর একটিও কখনোই মনের কথা বলে না! 
দশ টাকার লাল গোলাপে যে প্রেম থাকে,
সেটা কি আর হাজার টাকার অর্কিডে পাওয়া যায়!
যায় না বোধহয়।
বাক্সবন্দী প্রেমে মন নেই,
মন নেই কোন সুবিশাল কথামালায়!
ক্ষুদ্র বাক্য ব্যয়েই যত প্রশান্তি আমার ।
ভালোবাসাতে দোষ নেই ,
প্রেমেতে বাড়াবাড়ি নেই ।
যা আছে ,
সব অতি চাকচিক্য আর অতি রঞ্জনে!
আমি এসবের ঘোর বিরোধী,
আজকাল নাকি মন বলে কিছু নেই,
এই সমাজ তো তাই বলে!
আমি-আমরা তো
এই সমাজেরই ক্ষুদ্র অংশ ,
যাই বলি না করি না কেন ,
দিনশেষে তো সেই সমাজের
আশ্রয়েই ফিরতে হয়!
তাই মনটাকেই তুলে ধরলাম সবার আগে।
ভালোবাসাটা পুরোনো হয়নি,
হয়নি খানিক তেতো।
প্রেমের আকুলতা কিংবা
ভালোবাসার আকুলতা,
কিছু অর্থহীন দামী শব্দ !!
রঙিন আবেশ পাচ্ছে
ধুলোমাখা পথটা মাড়াতে চাইনি বলে
এড়িয়ে গিয়েছি বার বার মেঠো পথ ।
কে জানতো সেদিন এমন কোনো এক
শীতের সকালে এসে মনের দরজায়
ঠিক এভাবে আলতো টোকা দিয়ে যাবে!
আলতো সেই টোকায় হুড়মুড় করে
ভেঙ্গে পড়বে সব প্রশিক্ষিত আবেগ!
একদিন বিদায় নেবো তোমার কাছ থেকে ।
কালো সেই তিলক কিংবা বাদামী শুষ্ক চোখ
অথবা ঠোট জোড়ার নিত্য
কপচানো থেকে বিদায় নেবো ।
হুট করে ঠিক গাংচিল বেশেই চলে যাবো
তোমার আয়ত্বের ঠিক বহুটা বাইরে ।
ধরে রাখতে পারবে আমায়??
জানি, পারবে না তুমি
কিংবা কেউই পারবে না ধরে রাখতে এই আমায় …
কবিতায় কখনো শুধু কথা লেখা থাকে না,
থাকে কিছু অনুভূতি আর কল্পনার গল্প।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!