নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে কারিতাসের আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারী সংস্থা কারিতাসের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

১৯ আগষ্ট বৃহস্পতিবার বেলা ৪টায় সিডিএসপি নিয়ামতপুর উপজেলার পাড়ইল এর হল রুমে এ আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুরুতে প্রার্থনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগষ্ট এ শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কারিতাসের এরিয়া ম্যানেজার মিঃ মাইকেল বার এর সভাপতিত্বে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।

কারিতাসের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার (বিএনএফই) অমল তিগ্যার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, সিডিএসপি পাড়ইলের প্রকল্প ব্যবস্থাপক দিলিপ বাস্কে, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় আদিবাসী সমন্বয় পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বিশোদ মনি টপ্প।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত কারিতাসের সকল সদস্যদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!