কালিহাতীতে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় দুই এসআইসহ চার পুলিশ চাকুরিচ্যুত

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতীতে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে চাকুরিচ্যুতি করা হয়েছে। এছাড়াও আরো চারজনের ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে।

বিভাগীয় মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় মঙ্গলবার এই চাকুরিচ্যুতির আদেশ দেয়া হয়। এরা হচ্ছেন, ঘাটাইল থানার সাবেক উপ-পরিদশর্ক (এসআই) বর্তমানে টাঙ্গাইলের বাসাইল থানায় কর্মরত মনসুব আহমেদ ও কালিহাতী থানার উপ-পরিদর্শক বর্তমানে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সলেম উদ্দিন, বর্তমানে রাজবাড়ি জেলায় কর্মরত কনস্টেবল জিয়াউল হক ও আমিনুল ইসলাম।

এছাড়াও এসআই ওমর ফারুকের (বর্তমানে নাগরপুর থানায় কর্মরত) পাঁচ বছরের জন্য, এসআই আবুল বাশারকে (বর্তমানে নেত্রকোনা) তিন বছরের জন্য এবং কনস্টেবল মাহাতাব উদ্দিনকে (বর্তমানে টাঙ্গাইল কোর্টে কর্মরত) ও কনস্টেবল তমাল চন্দ্র দের ইনক্রিমেন্ট দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মাহবুব আলম মজলুমের কন্ঠকে জানান, কালিহাতীতে পুলিশের গুলি বর্ষনের ঘটনায় বিভাগীয় মামলা হয়। পরে তদন্তে সে অভিযোগ প্রমানিত হওয়ায় চারজনকে চাকুরিচ্যুত এবং চারজনের বিরুদ্ধে ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামে রফিকুল ইসলাম রোমা ও তার ভগ্নিপতিসহ কয়েকজন ঘাটাইল থানার আলামিন ও তার মাকে বিবস্ত্র করে নির্যাতন করে। এ ঘটনায় এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৮ সেপ্টেম্বর ঘাটাইলের হামিদপুর বাজারে ও কালিহাতী সদরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি চালালে চারজন নিহত হন, গুলিবিদ্ধ হয় আরও সাতজন।

নিহত ব্যক্তিরা হলেন ঘাটাইল উপজেলার ফারুক হোসেন (৩২), কালিয়া গ্রামের শামীম (৩৫), কালিহাতী উপজেলা সদরের শ্যামল দাস (১৫) ও বেতডোবা গ্রামের রুবেল হোসেন (২০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!