খাদ্য মজুত পরিস্থিতি এখন ভালো: খাদ্যমন্ত্রী

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে খাদ্য সংগ্রহ ও মজুত পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ রোববার সকাল ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর সদর খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দামে ৬ লাখ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হচ্ছে, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে বড় বিষয় মিলের মালিকেরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে চাল দিচ্ছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে।খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে বিদেশ থেকে ৯ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে। আরও ৫ লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় আছে। সে হিসাবে আগস্ট মাস শেষে সরকারি গুদামে মোট ফসলের মজুত দাঁড়াবে ২৩ দশমিক ৬৯ মেট্রিক টন, যা একটি রেকর্ড।খাদ্যগুদাম পরিদর্শনের সময় খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা খাদ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!