খানাসামায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সন্মাননা প্রদান

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০১৭ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারজানা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এছাড়াও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান, উপজেলা যুব মহিলালীগের সভাপতি পলী রানী রায়, জয়িতা হোসনে আরা, সৈল্যবালা, সুফিয়া আক্তার সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে জয়িতাদের হাতে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!